আর্কাইভ থেকে বাংলাদেশ

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনে ওসি-এসআই-এএসআইকে বরখাস্তের নির্দেশ

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনে ওসি-এসআই-এএসআইকে বরখাস্তের নির্দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সংগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশের বিষয়ে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

তিনি জানান, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে অবমাননার ঘটনায়, সেই সময়ের ঐ থানার ওসি ও এএসআইকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এছাড়া ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকেও বহিষ্কার এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন আদালত।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন নোয়াখালীতে | গৃহবধূকে | নির্যাতনে | ওসিএসআইএএসআইকে | বরখাস্তের | নির্দেশ