আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আলাস্কায় দেখা মিলল চোখ ধাঁধানো দৃশ্য

আলাস্কায় দেখা মিলল চোখ ধাঁধানো দৃশ্য
যুক্তরাষ্ট্রের আকাশে দেখা মিলল অরোরা বোরেলিস বা নর্দান লাইটসের চোখ ধাঁধানো দৃশ্য। চলতি সপ্তাহে আলাস্কা রাজ্যে দেখা যায় বিরল এ সৌন্দর্য্য। সেই দৃশ্যর ভিডিও ধারণ করে একজন ফটোগ্রাফার। সেখানে দেখা যায় লাল, সবুজ, হলুদ রঙের আলোকচ্ছটা। আবহাওয়া অফিস জানায়, বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সঙ্গে ম্যাগনিটোস্ফিয়ার থেকে আসা কণিকার ঘর্ষণ থেকেই এ আলোকচ্ছটার সৃষ্টি। পরমাণুর পরিমাণের ওপর নির্ভর করে এর রঙ। মুলত সৌরঝড়কে কেন্দ্র করেই তৈরি হয় অরোরা লাইট।

এ সম্পর্কিত আরও পড়ুন আলাস্কায় | দেখা | মিলল | চোখ | ধাঁধানো | দৃশ্য