আর্কাইভ থেকে ঢালিউড

ফেসবুকে ভেরিফায়েড হলেন আমির পারভেজ

ফেসবুকে ভেরিফায়েড হলেন আমির পারভেজ

ফেসবুকে ভেরিফায়েড হয়েছেন মডেল ও অভিনেতা আমির পারভেজ। ফলে জনপ্রিয় এই অভিনেতার ফেসবুক পেজটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে।

ভেরিফায়েড হওয়ায় ফেসবুকে আমির পারভেজ’র নামে সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে আমির বললেন, ‘বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। ফেক অ্যাকাউন্টের কারণে অনেকেই আমাকে ফেসবুকে খুঁজে পেতেন না। এখন আর সেটা হবে না। এতে করে ফেক আইডিগুলো বন্ধ হয়ে যাবে।''

আমির পারভেজের ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ১ লাখ ১৬ হাজারেরও বেশি। তার নিজস্ব ফেসবুক আইডির লিংক : https://www.facebook.com/AmirParvezOfficial

উল্লেখ্য, বিজ্ঞাপনের নিয়মিত মুখ আমির পারভেজ। মডেল হিসেবে কাজ করেছেন বেশ কিছু মিউজিক্যাল ফিল্মে। প্রায় সবকটি কাজই পেয়েছে দর্শক জনপ্রিয়তা। সম্প্রতি তিনি অভিনয় করেছেন -পাত্রী বদল, মা, রূপকথা ক্যাফেসহ বেশকিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।  আগামী ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশ পাবে রূপকথা ক্যাফে ও পাত্রী বদল। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশ পাবে ড্রীম টাচ মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ফেসবুকে | ভেরিফায়েড | আমির | পারভেজ