আর্কাইভ থেকে জাতীয়

গণহত্যা দিবস উপলক্ষ্যে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত

গণহত্যা দিবস উপলক্ষ্যে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত
জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় (২৫ মার্চ) শনিবার কালরাত্রিতে শাহাদতবরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শনিবার (২৫ মার্চ) বাদ জোহর এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহীউদ্দিন কাসেম। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, ডা. নাছিম উল গণি খান, মো. আবদুল্লাহ্ আল মাসুদসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। এছাড়া জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গণহত্যা | দিবস | উপলক্ষ্যে | বায়তুল | মোকাররমে | বিশেষ | দোয়া | ও | মোনাজাত