আর্কাইভ থেকে ক্রিকেট

মাশরাফির বোলিং তোপে উড়ে গেল মোহামেডান

মাশরাফির বোলিং তোপে উড়ে গেল মোহামেডান
মাশরাফি বিন মোর্ত্তজার বয়সটা পৌঁছে গেছে ৩৯ এর ঘরে। সবশেষ ২০২০ সালে মার্চ মাসে খেলেছেন আন্তর্জাতিক। খেলার মাঠের থেকে রাজনীতির মাঠেই এখন তাকে বেশি দেখা যায়। তারপরও খেলার মাঠে নামলে যে মাশরাফি কিছু একটা করে ফেলতে পারেন তার প্রমাণ মিলেছে বিপিএলে। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ভেলকি দেখিয়েছেন নড়াইল এক্সপ্রেস। সোমবার (২৭ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন ম্যাশ। আর তার বোলিং তোপে ৮০ গুটিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ৫ উইকেটে একটি মাইলফলকও ছুঁয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক। লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়ে গেছেন ৪৫০ উইকেটের দেখা। এই ম্যাচ খেলতে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর উইকেট ছিল ৪৪৭টি, এখন তার উইকেট সংখ্যা ৪৫২। আজকের ৫ উইকেটসহ এবারের আসরে ৪ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন ম্যাশ। জবাব খেলতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের দুই ওপেনার মুনিম শাহরিয়ার এবং পারভেজ হোসেন ইমন মিলে মাত্র ৮.২ ওভারেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে মাশরাফির দল।    

এ সম্পর্কিত আরও পড়ুন মাশরাফির | বোলিং | তোপে | উড়ে | মোহামেডান