আর্কাইভ থেকে ফুটবল

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, যেমন হতে পারে একাদশ

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, যেমন হতে পারে একাদশ
বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। সান্তিয়াগো দেল স্তেরিও প্রদেশের রাজধানীতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫ টা ৩০ মিনিটে। তবে এ ম্যাচে মেসিদের প্রতিপক্ষের যারা, তাদের নামটা একেবারেই অচেনা। দেশটির নাম 'কুরাকাও'। কুরাকাও ক্যারিবীয় অঞ্চলে একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির একদিকে ভেনিজুয়েলা অন্যদিকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ফিফা র‍্যাঙ্কিংয়ে একেবারে ফেলে দেওয়ার মতো নয় দলটি। ৮৬ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা এই দলটি গত বছর হারিয়েছে হন্ডুরাসকে। নিউজিল্যান্ডের সঙ্গেও তাদের জোর প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে দুই নম্বর ফিফা র‍্যাঙ্কিংয়ে থাকা বিশ্বকাপজয়ী মেসিদের সঙ্গে প্রীতি ম্যাচে কুরাকাও প্রতিদ্বন্দ্বিতা কতটুকু করতে পারবে, তা বলা যাচ্ছে না। তবে আর্জেন্টাইনদের কাছে ম্যাচটির চাহিদা তুঙ্গে। এএস সকারের প্রতিবেদন অনুযায়ী যেখানে অনলাইনে ১.৭৯ মিনিটে ৩৯০৮৬ টিকিট বিক্রি হয়েছে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে কুরাকাওয়ের বিপক্ষে সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ/ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/ লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।  

এ সম্পর্কিত আরও পড়ুন ভোরে | মাঠে | নামছে | আর্জেন্টিনা | যেমন | হতে | পারে | একাদশ