আর্কাইভ থেকে বাংলাদেশ

সেমির রেসে থাকার মিশনে ফিল্ডিংয়ে ভারত

সেমির রেসে থাকার মিশনে ফিল্ডিংয়ে ভারত

প্রথম দুই ম্যাচে হারের কারণে প্রতিটি ম্যাচই এখন অলিখিত ফাইনাল ভারতের কাছে। সেমিফাইনালে যেতে তাই শেষ তিন ম্যাচে জয় চাই চাই। এমন সমীকরণে দাঁড়িয়ে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। 

শুক্রবার (৫ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।

প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালের পথ তো কঠিন করার পাশাপাশি রান রেটেও পিছিয়ে পড়ে ভারত। সেমিতে খেলতে হলে বাকি ম্যাচ জিততে হবে, রান রেটে বাড়াতে হবে। এমন সমীকরণে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পায় কোহলি-পান্টরা। 

অপরদিকে বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও, সুপার টুয়েলভে এখন পর্যন্ত ব্যর্থ স্কটল্যান্ড। আফগানিস্তানের কাছে ১৩০ রান, নামিবিয়ার কাছে চার উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ১৬ রানে হারে তারা। তাই ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দিতে প্রস্তুত স্কটিশরা। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে একবার দেখা হয়েছে ভারত ও স্কটল্যান্ডের। ২০০৭ সালে প্রথম আসরে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। 

ভারতীয় একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী।

স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসে, কাইল কোয়েতজার (অধিনায়ক), কলাম ম্যাকলিওড, রিচি বেরিটংটন, মাইকেল লিস্ক, ম্যাথু ক্রস, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সাফইয়ান শরিফ, অ্যালাসডায়ার ইভান্স, ব্র্যাড হোয়েল।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন সেমির | রেসে | থাকার | মিশনে | ফিল্ডিংয়ে | ভারত