আর্কাইভ থেকে বাংলাদেশ

ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অসিরা

ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অসিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের শেষ ম্যাচে আজ শনিবার (৬ নভেম্বর) মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অসিরা।

এ ম্যাচটি অসিদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ জিতলেই সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকবে অসিরা। তবে ওয়েস্ট ইনিডজের জন্য ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কেননা সেমিফাইনালের দৌঁড় থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে ক্যারিবীয়রা।

আবু ধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ লড়াই। 

৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। একই অবস্থা দক্ষিণ আফ্রিকারও। তবে রান রেট বিবেচনায় এগিয়ে অস্ট্রেলিয়া। অসিদের রান রেট +১.০৩১। আর প্রোটিয়াদের রান রেট +০.৭৪২। ৪ ম্যাচের সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে  টেবিলের শীর্ষে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের দিন রাতে মাঠে  ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীঙ্কাকে যথাক্রমে ৫ ও ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে অসিরা। আর চতুর্থ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলে এই রান রেটও সেমির পথে যেতে বড় সহায়ক হবে  অসিদের। তবে সবকিছু নির্ভর করছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফলের উপর। তবে এ ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলে, আর ইংল্যান্ডকে দক্ষিণ আফ্রিকা হারালে সেমিতে খেলবে  ইংলিশরা ও প্রোটিয়ারা। আর অস্ট্রেলিয়া জিতলে, দক্ষিণ আফ্রিকা হারলেও, ইংল্যান্ড ও অসিরা সেমিতে খেলবে। আর যদি নিজ-নিজ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতে, তবে রান রেটে হিসেবে সেমির টিকিট পাবে দলগুলো। আবার যদি নিজ-নিজ খেলায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হেরেও যায় । তখনও রান রেটে ভাগ্য নির্ধারিত এই দু’দলের কারা সেমিতে খেলবে।

৪ খেলায় ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র জয় বাংলাদেশের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও পড়ুন ক্যারিবীয়দের | বিপক্ষে | টস | জিতে | ফিল্ডিংয়ে | অসিরা