আর্কাইভ থেকে খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আজ মঙ্গলবার (০৪ এপ্রিল)। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান করেছে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবির্নি ৫ এবং ম্যাককলাম ১১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন শরিফুল। মিরপুরের পিচ পেসারদের সুবিধা অনুযায়ী বানানোয় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ইনজুরিতে থাকায় দলে রয়েছেন ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। এদিকে তামিমকে নিয়ে টেস্টের আগের দিন শঙ্কা জাগলেও আজ একাদশে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এবার বাংলাদেশের লক্ষ্য টেস্ট সিরিজ জেতা।   আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট   বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শাদমান ইসলাম

এ সম্পর্কিত আরও পড়ুন টস | জিতে | ব্যাটিংয়ে | আয়ারল্যান্ড