আর্কাইভ থেকে ক্রিকেট

১২৫ রান করলেই সেমিতে যাবার পথ পাবে কিউইরা

১২৫ রান করলেই সেমিতে যাবার পথ পাবে কিউইরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে নির্ধারিত ২০ ওভার পেরিয়ে ১২৪ রান করতে পেরেছে আফগানরা। ৮ উইকেট হারিয়ে এ সংগ্রহ নবিদের।  আর এ সামান্য পথ পারি দিতে পারলেই বলা যায়, সেমিতে নিজেদের জায়গা হয়েছে নিউজিল্যান্ডের।

আজ রোববার (৭ নভেম্বর) দুবাই শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে আফগানিস্তান। কিউদের বোলিং আগ্রসনে এদিন ও পাওয়ার প্লেতে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নাবির দল। নাজিবউল্লাহ ব্যাটে ভর করে বিপর্যয়  সামলায় আফগানিস্তান বোল্ডের শিকার হয়ে নাজিব ফেরেন ৭৪ রান করে। ব্যাল্ক ক্যাপদের হয়ে ১৭ রানে ৩ উইকেট শিকার করেন টেরেন্ট বোল্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভারে ৫৭ রান ২ উইকোট হারিয়ে ব্যাট করছে ক্যান উলিয়ামসনের দল। আফগানিস্তানের সাথে জয় পেলে আট পয়েন্ট নিয়ে শেষ চারে টিকেট পাবে কিউরা। তাতে কপাল পুড়বে ভারতের। এ ম্যাচে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মুজিবুউর রহমান।

আফগানিস্তান

হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রাহমানুল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, নবিন-উল- হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন ১২৫ | রান | করলেই | সেমিতে | যাবার | পথ | পাবে | কিউইরা