আর্কাইভ থেকে ফুটবল

বেতনের সাথে মেসি পাবেন ক্লাবের মালিকানা!

বেতনের সাথে মেসি পাবেন ক্লাবের মালিকানা!
আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। বিশ্বকাপের পর থেকেই শুনা যাচ্ছে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন। কিন্তু তাঁর ফলাফল এখনো শূন্য। এদিকে মেসিকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নেমেছে বেশ কিছু ক্লাব। এরই মধ্যে বিশ্বকাপজয়ী মহাতারকার সামনে অবিশ্বাস্য টাকার বস্তা নিয়ে হাজির সৌদি ক্লাব আল-হিলাল। তাঁর সাবেক ক্লাব বার্সেলোনাও চায় তাকে ফিরিয়ে নিতে। যুক্তরাষ্ট্রের সকার ক্লাব ইন্টার মিয়ামিও মেসিকে দলে ভেড়াতে যোগাযোগ করছে অনেক আগে থেকেই। এ জন্য সকার লিগটির সবগুলো দল মিলে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। এবার মেসিকে পেতে বেতনের সাথে ক্লাবের মালিকানা দিয়ে দিয়ে চায় মায়ামি। মেসিকে এমন অভিনব প্রস্তাব দেওয়ার তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট।’ দলটির মালিক সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহাম আগামী মৌসুমে মেসিকে দলে টানতে এমন প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন। বেকহাম ইন্টার মিয়ামি ক্লাবের একজন সহযোগী মালিক। সংবাদমাধ্যমটি আরও বলছে, ২০২৪ সালে কোপা আমেরিকার আগপর্যন্ত ইউরোপেই খেলতে চান মেসি। আরও একবার চ্যাম্পিয়নস লিগ জয়ের সর্বোচ্চ চেষ্টা করতে চান তিনি। মেসি অবশ্য পিএসজি ছাড়বেন কি না, সেটিও এখনও নিশ্চিত নয়। তবে এটা ঠিক যে পিএসজিতে মেসির সময় ভালো যাচ্ছে না। এর আগে বেতন নিয়ে ঝামেলায় ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। প্যারিসের ক্লাবটিতে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ আসছে জুনে শেষ হবে। এরই মধ্যে বার্সাও মেসিকে শৈশবের ক্লাবে ফেরাতে যোগাযোগ শুরুর কথা জানিয়েছে। তবে মেসিকে বর্তমান বেতনও দিতে সক্ষম নয় কাতালান ক্লাবটি।    

এ সম্পর্কিত আরও পড়ুন বেতনের | সাথে | মেসি | পাবেন | ক্লাবের | মালিকানা