আর্কাইভ থেকে দেশজুড়ে

রাবি ছাত্রীকে প্রেমের প্রস্তাবের জেরে ক্যাম্পাসে ঢুকে মারধর

রাবি ছাত্রীকে প্রেমের প্রস্তাবের জেরে ক্যাম্পাসে ঢুকে মারধর

প্রেমের প্রস্তাব দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা ভবনের ভেতরে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। এ সময় সুলতান মোহাম্মদ আল নূর নামে বহিরাগত এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

বুধবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবনের সামনে থেকে তাকে আটকের পুলিশে দেয়া হয়। 

আটক সুলতান স্থানীয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। মারধরের শিকার মশিহুর আলম মেহেদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরামিক অ্যান্ড স্কাল্পটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন সুলতান। তবে মশিহুরের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক থাকার ব্যাপারটি জানতে পারেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে চারুকলা ভবনের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের সামনেই মশিহুরকে মারধর করেন সুলতান। এ সময় উপস্থিত অন্য শিক্ষার্থীরা সুলতানকে ধাওয়া করে আটক করেন। মশিহুরকে মারধরের প্রতিবাদে চারুকলা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে সুলতানকেও মারধরের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লিয়াকত আলী বলেন, প্রেম সম্পর্কিত একটি ঘটনায় চারুকলা ভবনে এসে বহিরাগত এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে। তাকে এরইমধ্যে পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন রাবি | ছাত্রীকে | প্রেমের | প্রস্তাবের | জেরে | ক্যাম্পাসে | ঢুকে | মারধর