আর্কাইভ থেকে ফুটবল

নির্দেশ পেলে নাঈমের দুর্নীতি তদন্ত করবে দুদক

নির্দেশ পেলে নাঈমের দুর্নীতি তদন্ত করবে দুদক
আর্থিক অনিয়মের কারণে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাশাপাশি তাঁকে করা হয়েছে ১২ লাখ টাকা জরিমানা। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ফুটবলের কোন কার্যক্রমে অংশ নিতে পারবেন না সোহাগ। গণমাধ্যমে সোহাগের বিষয়ে তদন্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তবে তার আগে সরকার কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। খুরশীদ আলম খান আরও বলেন, বাফুফে সভাপতি তার (আবু নাঈমের সোহাগের) পক্ষ নিয়ে সঠিক কাজ করেন নাই সরকারের উচিৎ স্বাধীন তদন্ত করা। মোট ৪টি ধারায় আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ফিফা। এর মধ্যে প্রথম তিনটি ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ফিফার স্বাধীন এথিকস কমিটির বিচারিক চেম্বার। কেনাকাটায় চারটি অনিয়মের কথা বিস্তারিত উল্লেখ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। যেগুলো হল ক্রীড়া পরিধেয় সামগ্রী কেনা, ফুটবল কেনা, বিমানের টিকিট এবং ঘাস কাটার যন্ত্র। সব জায়গাতেই হিসেবে দরপত্রে ফিফা খুজে পেয়েছে গোঁজামিল।    

এ সম্পর্কিত আরও পড়ুন নির্দেশ | পেলে | নাঈমের | দুর্নীতি | তদন্ত | করবে | দুদক