আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বাংলাদেশের গণতন্ত্র কারও ফরমায়েশে চলবে না

বাংলাদেশের গণতন্ত্র কারও ফরমায়েশে চলবে না
বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। তারা চায় দেশে অস্বাভাবিক সরকার আসুক। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা শেখ হাসিনাকে হঠানোর জন্য উঠেপড়ে লেগেছে। যত বাধা আসুক আমরা প্রতিহত করব।বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে। তিনি আরও বলেন, বিদেশিদের কাছে নালিশ করেই বিএনপি থেমে থাকেনি, তারা ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্যদেশকে কীভাবে পরামর্শ দেবে। কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইইউ, মার্কিন রাষ্ট্রদূতসহ সবাইকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে। নির্বাচন হবে সংবিধান মাফিক, পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, দেশে বিরাজমান স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে। পরপর কয়েকটি জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই। মার্কেটে কি আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে–সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ২০০৬-এর মতো অস্বাভাবিক সরকার আনতে চাচ্ছে বিএনপি, যা কোনো অবস্থায়ই মেনে নেয়া হবে না। আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘২০১৩, ’১৪ ও ’১৫ সালের মতো পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। দেশব্যাপী বিক্ষোভ, পদযাত্রা, মানববন্ধনে জনসমর্থন আদায় করতে পারেনি বিএনপি। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। আন্দোলনের ডাকেও ব্যর্থ হয়েছে তারা।  

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | গণতন্ত্র | কারও | ফরমায়েশে | চলবে