আর্কাইভ থেকে ক্রিকেট

টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ের পর বৃষ্টির জয়

টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ের পর বৃষ্টির জয়
টস হেরে বোলিং করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের মেয়েদের। দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে শুরু থেকেই কোণঠাসা করে দিয়েছিল নাহিদা-ফাহিমারা। একের পর এক উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় যখন স্বাগতিকরা, তখন মেঘ বৃষ্টি হয়ে ঝড়তে শুরু করে কলম্বোয়। ৩৭তম ওভারের পর আর বল গড়ায়নি মাঠে। শেষ পর্যন্ত সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হবার সুবাদে ১ পয়েন্ট পেল বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে চ্যাম্পিয়নশিপে টাইগ্রেসদের টানা তিন ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। গেল বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডেতে বৃষ্টির সৌজন্যে ১টি করে পয়েন্ট পায় বাংলাদেশ। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে নিগার সুলতানার দল। সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ঠিক পরের অবস্থানে আছে শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৩৬.৪ ওভারে ১৫২/৬ (হার্শিথা ০, ভিশ্মি ১১, চামারি ৪৭, ইমেশা ১০, নিলাকশি ২, প্রাসাদানি ২৪, কাভিশা ৩০*, ওশাদি ১৪*) বাংলাদেশ: (জাহানারা ৬-০-৩৫-১, সুলতানা ১০-১-৪৬-১, নাহিদা ৭-২-২৪-৩, রিতু ৫.৪-০-১৮-০, ফাহিমা ৮-০-২৫-১)      

এ সম্পর্কিত আরও পড়ুন টাইগ্রেসদের | দুর্দান্ত | বোলিংয়ের | বৃষ্টির | জয়