আর্কাইভ থেকে দেশজুড়ে

যুবলীগ নেতা খুনের দুদিন পর ১৭ জনের বিরুদ্ধে মামলা

যুবলীগ নেতা খুনের দুদিন পর ১৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লার তিতাস উপজেলায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার দুদিন পর নয়জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বাকি আটজনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা। বুধবার (৩ মে) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় এ মামলা দায়ের করেন। নিহত ব্যক্তি উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে জামাল হোসেন (৪০)। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিহত যুবলীগ নেতার স্ত্রী পপি আক্তার থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। উল্লেখ্য, রোববার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন যুবলীগ | নেতা | খুনের | দুদিন | ১৭ | জনের | বিরুদ্ধে | মামলা