আর্কাইভ থেকে আবহাওয়া

১৯ জেলায় মাঝারি তাপদাহ, বাড়তে পারে আরও

১৯ জেলায় মাঝারি তাপদাহ, বাড়তে পারে আরও
দেশের তিনটি বিভাগের পাশাপাশি ১৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে ও এ অবস্থা অব্যাহত থাকতে পারে। জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা যায়। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন ১৯ | জেলায় | মাঝারি | তাপদাহ | বাড়তে | পারে | আরও