আর্কাইভ থেকে লাইফস্টাইল

স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে যেসব কারণে...

স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে যেসব কারণে...
স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণে খিটিমিটি লেগে রয়েছে!  ছয়টি কারণে এই সমস্যা আরও বাড়ে। অথচ এগুলি কিন্তু সহজেই মিটিয়ে ফেলা যায়। কিছুটা সময় একা থাকা: কোনও সমস্যা হলেই সঙ্গী বা সঙ্গিনী একা থাকতে চায় কিছুদিন। কথাও বন্ধ করে দেয় এই সময়। অনেকে মনে করেন এতে সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু কিছু সময় একা থাকাও জরুরি। এতে খারাপ কিছুই নেই‌ । আর্থিক দিক: সম্পর্কের বোঝাপড়া ভালো থাকলেও দুজন দুজনের সব আর্থিক ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো। এতে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে। অনেকসময় এর থেকে ভুল বোঝাবুঝিও বেড়ে যায়। কোনও কিছুর সমাধান না করা: কোনও সমস্যার সমাধান না হলে সঙ্গী বিরক্ত হয় ভীষণ। রাগ করেন‌। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, কিছু বিষয়ে একটু সময় দিতে হয়। সময়ের সঙ্গে সঙ্গেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। তাই সবসময় বিরক্ত বা রাগ না করাই ভালো‌। স্বাধীনতা: সম্পর্কের মধ্যে থেকেও স্বাধীনতা থাকা জরুরি। অনেকেই এতে বিশ্বাস করেন না। বরং স্বাধীনতায় হস্তক্ষেপ করার ফলে সম্পর্কে জটিলতা তৈরি হয়। বিশেষজ্ঞদের কথায়, সম্পর্কে থাকলেও সঙ্গীকে স্বাধীনতা দেয়া ভালো। অন্য কাউকে ভালো লাগা: একটা সম্পর্কে থাকাকালীন অন্য কাউকে ভালো লাগলেই সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। কিন্তু ভালো লাগা তৈরি হতেই পারে। সঙ্গীকে না ঠকালে এতে দোষের কিছু নেই, এমনটাই বলছেন সম্পর্ক বিশেষজ্ঞরা।‌

এ সম্পর্কিত আরও পড়ুন স্বামীস্ত্রীর | মধ্যে | ভুল | বোঝাবুঝি | বাড়ে | যেসব | কারণে