আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

এক চার্জে বাইক চলবে ২০০ কি.মি, দাম হাতের নাগালেই

এক চার্জে বাইক চলবে ২০০ কি.মি, দাম হাতের নাগালেই
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনেছে।  বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক বাজারে এনেছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। এই জনপ্রিয় বাইকের আবার রয়েছে ইলেকট্রিক ভার্সন। Hero Splendor Electric সম্পূর্ণ চার্জে ২৫০ কিলোমিটার অবধি নির্বিঘ্নে চলবে । শুধু তাই নয়, এর চার্জিং কম শক্তি খরচ করবে। কারণ এর প্রযুক্তি আশ্চর্যজনক। এমন পরিস্থিতিতে কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক স্প্লেন্ডারকে বৈদ্যুতিক অবতারে দেখার প্রত্যাশা বেড়েছে মানুষের। এই বাইক চালু হলে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। হিরো কোম্পানি আসলে ইলেকট্রিক স্কুটি ও বাইকের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে। এই পরিবেশ দূষণের যুগে সবাই ইলেকট্রিক যানবাহন ব্যবহার করার চেষ্টা করছে। তাই দেশের বৃহত্তম টু-হুইলার কোম্পানি, সম্প্রতি ঘোষণা করেছে যে এটি শীঘ্রই দেশীয় বাজারে ভিডা ব্র্যান্ডের অধীনে তাদের প্রথম বৈদ্যুতিক যানবাহন চালু করবে। তবে এই বাইকের বৈদ্যুতিক সংস্করণটি চালু করার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য শেয়ার করা হয়নি। এর জন্য মাত্র ৭৫ হাজার টাকার কম টাকা খরচ করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | চার্জে | বাইক | চলবে | ২০০ | কিমি | দাম | হাতের | নাগালেই