আর্কাইভ থেকে ফুটবল

ভিনিসিয়াসকে এমবাপ্পে, ‘আমরা তোমার সঙ্গে আছি’

ভিনিসিয়াসকে এমবাপ্পে, ‘আমরা তোমার সঙ্গে আছি’
রিয়েল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বারবার বর্ণবাদের শিকার হচ্ছেন। প্রতিপক্ষের মাঠে রিয়ালের ম্যাচ মানেই যেন ভিনিসিয়াস বর্ণবাদী আচরণের শিকার হবেন। এর বিরুদ্ধে এই ব্রাজিলিয়ান যেমন প্রতিবাদ করে আসছেন, তাঁর পক্ষ নিয়ে কথা বলে চলেছেন তাঁর স্বদেশী ও রিয়াল মাদ্রিদের কোচ-খেলোয়াড়েরা। এমনকি থেমে নেই ব্রাজিলের প্রেসিডেন্ট  লুলা দা সিলভা। রয়টার্সের খবরে বলা হয়, ব্রাজিলে এক সংবাদ সম্মেলনে ভিনিসিয়াসের উদ্দেশে লুলা দা সিলভা বলেছেন, ‘আমাদের খেলোয়াড়ের সঙ্গে সংহতি জানাচ্ছি। দরিদ্র পরিবারের সন্তান হয়েও সে জীবনে সফল হয়েছে। ওর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সে রিয়াল মাদ্রিদের সেরা। অথচ সে যে স্টেডিয়ামেই খেলতে যাচ্ছে,আক্রমণ করা হচ্ছে।’ এ পরিস্থিতিতে এবার ভিনিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে সমর্থন জানিয়েছে পিএসজির দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে ও ব্রাজিলিয়ান তারকা নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনিসিয়ুসের একটি ছবি দিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, রিয়ালের জার্সি পরা ভিনিসিয়ুস মাঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু দিয়ে সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন। নেইমার এই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন রাগ,ভালোবাসা ও মুষ্টিবদ্ধ হাতের ইমোজি। বোঝাই যাচ্ছে, এই ব্রাজিলিয়ান রাগটা বর্ণবাদীদের জন্য আর ভিনির প্রতি ভালোবাসা। মুষ্টিবদ্ধ হাতের ইমোজি দিয়ে তিনি হয়তো রিয়েল মাদ্রিদ স্টারকে মানসিক দিক থেকে শক্ত থাকতে বলেছেন। এমবাপ্পে ছবিটি দিয়ে নিচে লিখেছেন, ‘ভিনি,তুমি একা নও। আমরা তোমার সঙ্গে আছি এবং তোমাকে সমর্থন জানাচ্ছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন ভিনিসিয়াসকে | এমবাপ্পে | তোমার | সঙ্গে | আছি