আর্কাইভ থেকে ফুটবল

এবার ভিনিসিয়াসের পাশে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান

এবার ভিনিসিয়াসের পাশে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান
রোববার লা লিগায় ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বর্ণবাদের শিকার হন রিয়েল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের পর ভিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় লা লিগাকে বর্ণবাদের দখলে ও স্পেনকে বর্ণবাদী দেশ আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেন। ভিনির বর্ণবাদের শিকার হওয়া নিয়ে ফুটবলের অনেক রথী-মহারথীই তার পাশে দাঁড়িয়েছেন। এবার রিয়েল মাদ্রিদ স্টার পাশে পেলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেসকে। বর্ণবাদ নিয়ে স্পেনে ‘সমস্যা’ আছে জানিয়ে রুবিয়ালেস পাশে দাঁড়িয়েছেন ভিনিসিয়াসের। তিনি বলেছেন, আমাদের একটি সমস্যা আছে। প্রথমে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে বর্ণবাদ সংক্রান্ত আচরণ ও শিক্ষার ঘটতি রয়েছে। রুবিয়ালেস আরও বলেন, যতক্ষন পর্যন্ত কাউকে অপমান করা কোন ব্যক্তি বা দলকে অবাঞ্চিত করা হবেনা, ত্বকের রং নিয়ে কটাক্ষ করবে, ততক্ষন এটি আমাদের গুরুতর সমস্যা হয়েই থাকবে। ইতোমধ্যে ভিনিসিয়াসের পক্ষ নিয়ে নেইমার জুনিয়র , কিলিয়ান এমবাপ্পে, টনি ক্রস, করিম বেঞ্জেমা, আশরাফ হাকিমি, লুকা মদ্রিচ সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনির প্রতি সমর্থন জানিয়েছে। এমনকি ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পূর্ণ সমর্থন জানিয়েছেন ভিনিসিয়াসের প্রতি। শুধু তাই নয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও  কথা বলেছেন ভিনিসিয়াসকে নিয়ে।  

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | ভিনিসিয়াসের | পাশে | স্প্যানিশ | ফুটবল | ফেডারেশনের | প্রধান