বলিউডের ‘মস্তানি দীপিকা পাড়ুকোন ক্রিস গেইলের বড় পছন্দের। তাই তো শুধু তাকেই চাই ‘দ্য ইউনিভার্সাল বস’-এর। দীপিকার সঙ্গে নাচতে চান গেইল। জানালেন এমন মনোবাসনা।
বাইশ গজের ‘রকস্টার’ এবার সংগীত জগতে প্রবেশ করেছেন। অর্কর সঙ্গে মিলে নতুন মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। নাম দিয়েছেন ‘ওহ ফতিমা’ (Oh Fatima)। এই গান নিয়ে সংবাদ সংস্থা ডিএনএ-র সঙ্গে কথা বলতে গিয়ে দীপিকার প্রতি নিজের অনুরাগের কথা জানিয়েছেন গেইল।
দীর্ঘদেহি ক্রিকেটার জানান, দীপিকার সঙ্গে তার দেখা হয়েছে। খুবই সুন্দর মানুষ বলিউডের ‘মস্তানি’। তাই যদি কখনও সুযোগ হয় তাহলে নিজের ‘ওহ ফতিমা’ গানে তার সঙ্গেই নাচতে চান ক্যারিবিয়ান তারকা।
কিন্তু বাইশ গজ থেকে আচমকা গানের জগতে কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গেইল জানান, যদি ক্রিকেটের ব্যস্ততা থাকত তাহলে তিনি কিছুতেই এই কাজ করতে পারতেন না। লকডাউনে অনেকটা সময় পেয়েছিলেন। সেই সময়ই নিজের বাড়িতে স্টুডিও তৈরি করে ফেলেন। ইতোমধ্যেই জামাইকার মানুষদের তার গান পছন্দ হয়েছে। এবার ভারতের পালা, জানান ক্যারিবিয়ান রকস্টার।