আর্কাইভ থেকে বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি দেখার দায়িত্ব যে ৩ মন্ত্রীর

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি দেখার দায়িত্ব যে ৩ মন্ত্রীর

সম্প্রতি মানবাধিকার দিবসে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি দেখছে তিনজন মন্ত্রী। তাদেরকে এ দায়িত্ব দেয়া হয়েছে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে ( মার্কিন নিষেধাজ্ঞা) কোনও আলোচনা মন্ত্রিসভার বৈঠকে হয়নি, কারণ এরইমধ্যে এটি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হ্যান্ডেল করছেন। তাই এটা নিয়ে আর আলোচনা হয়নি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গেলো শুক্রবার (১০ ডিসেম্বর) বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব দপ্তর)।

এরমধ্যে র‌্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কিন | নিষেধাজ্ঞার | বিষয়টি | দেখার | দায়িত্ব | ৩ | মন্ত্রীর