আর্কাইভ থেকে ক্রিকেট

পিএসএলে অবিক্রীত থেকে গেলেন গেইল-মাহমুদউল্লাহ্‌রা

পিএসএলে অবিক্রীত থেকে গেলেন গেইল-মাহমুদউল্লাহ্‌রা

২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। ইতোমধ্যে শেষ হয়েছে প্লেয়ার্স ড্রাফট-ও। এবারের আসরে ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টটিতে নাম লিখিয়েছে অনেক তারকা ক্রিকেটার। তবে সবাইকে অবাক করে অবিক্রীত থেকে গেছেন ক্রিস গেইল। 

সপ্তম আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন অনেক তারকা ক্রিকেটার। যাদের মধ্যে সবচেয়ে বড় নাম দ্যা ইউনিভার্স বস খ্যাত গেইল। জেসন রয়, হযরতুল্লাহ জাজাই, টিম ডেভিড, কলিন মুনরোর মতো বিদেশি ব্যাটাররা দল পেলেও প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ৪২ বছর বয়সী এই বাহাতি ওপেনারকে কেউ দলে নেয়নি।

অবিক্রীত থেকে গেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ্‌ রিয়াদও। পিএসএলের এবারের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম ছিল তার। তবে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থাকায় টাইগার অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায়নি কোন দল।

গেইল, মাহমুদউল্লাহ ছাড়াও পাকিস্তান ওপেনার আহমেদ শেহজাদ এবং পেসার জুনায়েদ খানও অবিক্রীত থেকে গেছেন। এছাড়া দল পাননি বেন ডাঙ্ক, আমাদ বাট, সাহেবজাদা ফারদান, উমের খান এবং জাহিদ মেহমুদদের মতো ক্রিকেটাররাও। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসএলে | অবিক্রীত | গেলেন | গেইলমাহমুদউল্লাহ্‌রা