আর্কাইভ থেকে বাংলাদেশ

মানসিক চাপ সহ্য করতে না পেরে পদত্যাগ করতে চান আকরাম

মানসিক চাপ সহ্য করতে না পেরে পদত্যাগ করতে চান আকরাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। মানসিক চাপ সহ্য করতে না পেরেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে খোদ নিজেই বিষয়টি নিশ্চিত করেন টাইগারদের সাবেক অধিনায়ক। 

সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন আকরাম। তবে কারো কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। শুধু জানিয়েছেন, মানসিক চাপ সহ্য করতে না পেরেই বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন। 

আকরাম জানান, গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাচ্ছেন। পারিবারিক আলোচনায় এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে। আকরাম বলেছেন, ‘আসলে আমি আজ কথা বলতে চাইনি। আপনারা যেহেতু চলে এসেছেন, কিছু তো বলতেই হবে। আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে। যেহেতু আমি আট বছর ক্রিকেট অপারেশন্সে ছিলাম।’

তিনি বলতে থাকেন, ‘এটা নিয়ে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমার যিনি অভিভাবক, গত আট বছরে তার কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি কাজের জন্য। যতগুলো খারাপ-ভালো সময় গেছে, সব সময় উনি আমার সঙ্গেই ছিলেন। তো তার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দিব।’

আকরাম বললেন, ‘তাকে জানানো ছাড়া আমি আপনাদের কিছু বলতে পারব না। তিনটার দিকে আজ কল করেছিলাম, ধরেননি। হয়তো যেকোনো সময় কল ব্যাক করবেন। কল করলে তার সঙ্গে আলাপ করে নেব।’

সরে দাঁড়ানোর কারণ তিনি জানালেন, ‘পারিবারিক কারণেই সরে যেতে চাচ্ছি। যেহেতু আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত। তার (নাজমুল হাসান) সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত, এখন আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। তার পরামর্শ অনুসরণ করব আমি।’

ইতোমধ্যে এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন আকরাম। এর আগে সোমবার বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তার স্ত্রী সাবিনা আকরাম।

তবে সাবিনা বলেন, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই সে পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ পদে থাকলে তা সম্ভব নয়। তাই পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের ওই পদে আর থাকবে না ও।’

২০১৪ সালে পাপন নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদে ঠাঁই পান আকরাম। শুরু থেকেই তার কাঁধে ছিল ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব। তবে তা পালন করতে গিয়ে বেশ কয়েকবার কঠোর সমালোচনার শিকার হন তিনি।

আকরামের সময়ে নানা দাবিতে খেলা বর্জেন করেন দেশের সব শ্রেণির ক্রিকেটার। সবশেষ অপরারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। মাঝে মধ্যে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকেও আকার-ইঙ্গিতে আকরামের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়। 

২০১৪ সালে নাজমুল হাসানের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পালন করেন তিনি। এক বছর যেতে না যেতেই তার জায়গায় দায়িত্ব পান নাঈমুর রহমান দুর্জয়। কিন্তু মিউজিক্যাল চেয়ারের মতো এক বছর পর আবার ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হন আকরাম। সেই থেকে টানা ৬ বছর দায়িত্ব চালিয়ে গেছেন তিনি। দলের সাফল্য-ব্যর্থতা সবটাই দেখা হয়েছে তার সময়ে। 

প্রসঙ্গত, চলতি বছরের বিসিবি নির্বাচনের পর আগের কমিটির প্রধানরাই দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন। নতুন করে কমিটি দেওয়ার কথা থাকলেও তিন মাস পেরিয়ে গেছে।

 এস

এ সম্পর্কিত আরও পড়ুন মানসিক | চাপ | সহ্য | করতে | পেরে | পদত্যাগ | করতে | চান | আকরাম