রাজশাহীর শ্রীরামপুর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে।
রোববার (১১ জুন) সকালে শ্রীরামপুর এলাকার পদ্মার ঘাট থেকে প্রথমে সায়েমের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। এরপর দুপুরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ অপর শিক্ষার্থী রিফাতের মৃতদেহ উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান , সকালে নদীতে জেলেরা মাছ ধরতে নামলে প্রথমে সায়েমের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত মৃতদেহটি উদ্ধার করে। এদিকে, দুপুরে একই স্থানে অপর শিক্ষার্থী রিফাতের মরদেহ ভেসে উঠলে সেটিও উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় সদর ফায়ার সার্ভিস ইউনিট।
অন্যদিকে, নিখোঁজ ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘটনার মধ্য দিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার আব্দুর রউফ আরও বলেন, রাজশাহী গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র রিফাতের ও সায়েমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর এই উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে, শনিবার (১০ জুন) বেলা ১১টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ঘণ্টাখানেক ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে একটু দূরে গেলে রিফাত ডুবতে শুরু করে। এ সময় আরেক বন্ধু সায়েম রিফাতকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। অন্য সহপাঠীরা চেষ্টা সত্ত্বেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। উল্লেখ্য, ২০২০ সালে রাজশাহীর শ্রীরামপুর ঘাটে দুটি নৌকাডুবিতে নববধূসহ ৮ জন মারা যান।