আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশ পুলিশে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে বড় রদবদল
বাংলাদেশ পুলিশে বড় রদবদল এনেছে সরকার। পুলিশ সুপার-এসপি পদমর্যাদার ২২ জন এবং উপপুলিশ মহাপরিদর্শক-ডিআইজি পদমর্যাাদার সাত কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার দিয়েছে সরকার। এরমধ্যে চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব পেয়েছেন নুরে আলম মিনা। বর্তমানে তিনি রংপুর মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করছেন। আর রংপুর মেট্রোর দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামান। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তাকে পুলিশ সদরদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। আর চট্রগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার নুরে আলম মিনা। বদলি অন্য কর্মকর্তাদের মধ্যে- অ্যান্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগরীর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক ও শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। আদেশে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | পুলিশে | বড় | রদবদল