আর্কাইভ থেকে ক্রিকেট

রেকর্ড জয়ের পরেও আফসোস থাকলো তাসকিনের

রেকর্ড জয়ের পরেও আফসোস থাকলো তাসকিনের
মিরপুরে আফগানদের বিরুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিল টাইগাররা। তবে প্রতিশোধের সেই জয়ে আফসোস থেকে গেল তাসকিনের। হাত ছাড়া হয়ে গেলো এক ইনিংসে ৫ উকেট শিকারী হিসেবে রেকর্ড করার সুযোগ। তবে মিরপুর টেস্টে আফগানদের ৫৪৬ রানে হারিয়ে আনন্দের উত্তেজনায় ভাসছে টিম বাংলাদেশ। চতুর্থ দিনে বাংলাদেশের জন্য জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। তাইতো প্রথম সেশনেই জয়ের সম্ভবনা তৈরি হওয়ায় খেলা ১৫ মিনিট বাড়িয়ে দেন আম্পায়ার। ৩২ তম ওভারে প্রথম বলেই ইয়ামিন আহমেদযাইকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর তৃতীয় বলে জহির খানকে কট বিহাইন্ডের আবদনে আম্পায় আউট দিলে জয়ের উল্লাস শুরু করে বাংলাদেশের ক্রিকেটারা। তবে সাথে সাথেই রিভিউ নেন জহির। রিভিউয়ে দেখা যায় বল তাঁর ব্যাটে লাগেনি। যার কারণে আবারও ব্যাটিং শুরু করেন তিনি। এরপরের বলেই জহির খানের স্ট্যাম্প উড়িয়ে দেন তাসকিন। তবে এখানেও বাধে বিপত্তি। বাংলাদেশ জয়ের উল্লাসে মেতে উঠলেও আম্পায়রা যাচাই বাচাই করে দেখেন বলটি কোমরের উপরে ছিল। যার কারণে সেই বলটিকেও নো বল হিসেবে ঘোষণা করে। তাসকিনের চেহারায় তখন কিছুটা  আফসোসের ছাফ ভেসে ওঠে। দুইবার উইকেট পেয়েও নাম লেখাতে পারলেন না ৫ উইকেট সংগ্রাহকের তালিকায়। বাংলাদেশ অবশ্য সেই ওভারেই জয় পেয়েছে।  তবে উইকেটটা তাসকিনের সংগ্রহ করা হয়নি। ওভারের শেষ বলটি জহিরের হাতে আঘাত করে। ব্যাথার কারণে তিনি আর খেলতে পারেননি। রিটায়ার্ড আউট হয়ে তিনি ফিরে গেলে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানের জয় পায়। টেস্ট ইতিহাসে বাংলাদেশের থেকে বড় রানের জয় আছে স্রেফ দুটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারায় ইংল্যান্ড। তাঁর ছয় বছর ইংল্যান্ডের বিপক্ষে ৫৬২ রানের জয় পায়  অস্ট্রেলিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন রেকর্ড | জয়ের | পরেও | আফসোস | থাকলো | তাসকিনের