আর্কাইভ থেকে ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা হাফিজের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা হাফিজের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন বলে জানান ৪১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। 

এর আগে ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন হাফিজ। মূল কারণ ছিলো সীমিত ওভারে পুরোপুরি মনোযোগ দেওয়া। পাকিস্তানের হয়ে প্রায় নিয়মিতই খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। বয়সের কারণে তাকে দলে রাখা নিয়ে নানান আলোচনা-সমালোচনা হলেও তার ফর্মের কারণে দলে প্রায় নিয়মিত নিজের জায়গা ধরে রেখেছিলেন হাফিজ।

ফর্মের কারণে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ হয় তার। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মোহাম্মদ হাফিজের। ২০২১ সালের জুলাইতে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন হাফিজ। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও জেতেন হাফিজ।    

১৮ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাফিজ। করেছেন ১২ হাজার ৭৮৯ রান, শিকার করেছেন ২৫৩ উইকেট। এর মধ্যে টেস্ট খেলেছেন ৫৫টি, ওয়ানডে ২১৮টি এবং টি-টোয়েন্টি খেলেছেন ১১৯টি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন আন্তর্জাতিক | ক্রিকেট | অবসরে | ঘোষণা | হাফিজের