আর্কাইভ থেকে দেশজুড়ে

নির্বাচিত হলে অর্পিত দায়িত্ব সততা-নিষ্ঠার সঙ্গে পালন করবো

নির্বাচিত হলে অর্পিত দায়িত্ব সততা-নিষ্ঠার সঙ্গে পালন করবো
ইভিএমে খুব সহ‌জেই ভোটাররা ভোট দিতে পার‌ছেন এবং ভোটের ফলাফল যাই হোক তা মে‌নে নেবেন। বললেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (২১ জুন) সকাল সোয়া ৮টায় নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি। নিজের ভোট দেয়া শেষে আনোয়ারুজ্জামান বলেন, নগরবাসী উৎস‌বের আমেজে ভোট দিচ্ছেন। আমি আশা করছি জয় সুনিশ্চিত। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সিলেটবাসীর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। আশা করি নগরবাসী আমা‌কে ভোট দি‌য়ে নির্বাচিত কর‌বেন। ফলাফল যাই হোক তা মে‌নে নেব। এর আগে বুধবার সকাল ৮টায় শুরু হয়েছে এ ভোট, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। এবার সিলেটে ভোটে নেমেছেন মোট ৩৬৭ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে লড়ছেন ৮ জন। তারা হলেন, আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া (বাস), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)। তবে নির্বাচন বর্জন করেছেন হাত পাখার মাহমুদুল হাসান।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচিত | হলে | অর্পিত | দায়িত্ব | সততানিষ্ঠার | সঙ্গে | পালন | করবো