আর্কাইভ থেকে ক্রিকেট

রিভিউতে দু’বার বেঁচে গেলেন ইয়ং

রিভিউতে দু’বার বেঁচে গেলেন ইয়ং

বাংলাদেশের চেয়ে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড। প্রথম সেশনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে তারা। কোনো উইকেট না হারিয়ে ১০ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় দল। বিরতি থেকে ফিরে স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছিলেন টম লাথাম ও উইল ইয়ং। তবে ৯ম ওভারে তাসকিনের বল স্ট্যাম্পে টেনে বোল্ড হয়ে ফেরেন লাথাম। 

২৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়েন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে ক্যাচ দিয়েও বেঁচে যান ইয়ং। লিটন দাসের কল্যাণে আরো একবার জীবন পান ইয়ং। তবে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন কনওয়ে।

 যদিও এবাদত হোসেনের বলে শুরুতে আউট দেননি আম্পায়ার। সেই সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি বাংলাদেশ। রিভিউ নিয়ে সফল হন মুমিনুল হক, ৪০ বল খেলে ১৩ রান করেন ডেভন কনওয়ে। ৬৩ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরেছেন উইল ইয়ং ও রস টেইলর।

এর আগে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও ইয়াসির আলী রাব্বি। দিনের তৃতীয় ওভারেই মিরাজ কে আউট দেন আম্পায়ার, রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। পরের ওভারে আবারো আউট দেন, এবারও রিভিউ নিয়ে নেইল ওয়াগনারের বলে লেগ-বিফোরের আউট থেকে বাঁচেন এই অলরাউন্ডার। 

৪ ওভার পরেই নতুন বল নেয় নিউজিল্যান্ড, নতুন বলের চ্যালেঞ্জটাও দারুণ ভাবে সামলাচ্ছিলেন মিরাজ ও ইয়াসির। শুরুর দুই আউট ও রিভিউয়ে জয়ী হওয়ার ঘটনা ছাড়া প্রথম ঘন্টাতে কোন বিপদে পড়তে হয়নি সফরকারীদের। নিউজিল্যান্ডের পেস চতুষ্টয়কে সামলে ফিফটির দিকেই এগিয়ে যাচ্ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে ৪৭ রানে টিম সাউদির বলে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন মিরাজ।

তার বিদায়ের পর টিকতে পারেননি একাদশের শেষ স্বীকৃত ব্যাটার ইয়াসির আলী রাব্বিও। কাইল জেমিসনের বলে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। দুই সেট ব্যাটারের বিদায়ের পর বেশিক্ষণ টিকেনি দল। ১১ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। তাতে ১৩০ রানের লিড পায় টাইগাররা। মিরাজ ৪৭ ও ইয়াসির আলী রাব্বি করেন ২৬ রান। কিউইদের হয়ে ৮৫ রানে ৪ উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট। নেইল ওয়াগনার তিনটি টিম সাউদি দুটি ও কাইল জেমিসন নেন এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) : ৩২৮/১০ (১০৮.১ ওভার; উইল ইয়ং ৫২, ডেভন কনওয়ে ১২২, রস টেইলর ৩১, হেনরি নিকোলস ৭৫, শরিফুল ইসলাম ৩/৬৯, মেহেদি হাসান মিরাজ ৩/৮৬, মুমিনুল হক ২/৬, এবাদত হোসেন ১/৭৫)।

বাংলাদেশ (প্রথম ইনিংস) : ৪৫৮/১০ (১৭৬.২ ওভার; মাহমুদুল হাসান জয় ৭৮, নাজমুল হোসেন শান্ত ৬৪, মুমিনুল হক ৮৮, লিটন দাস ৮৬, ইয়াসির আলী রাব্বি ২৬, মেহেদি হাসান মিরাজ ৪৮, নেইল ওয়াগনার ৩/১০১, ট্রেন্ট বোল্ট ৪/৮৫, টিম সাউদি ২/১১৪, কাইল জেমিসন ১/৭৮)। 

১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিকরা। 

হাসিব মোহাম্মদ

 

এ সম্পর্কিত আরও পড়ুন রিভিউতে | দুবার | বেঁচে | গেলেন | ইয়ং