শিরোনাম পড়ে যে কারোর মনটাই খুশি ভরে যাবার কথা। টেস্ট ক্রিকেটে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তঅবস্থানে আছে বাংলাদেশ। যারা কিনা দুই সপ্তাহ আগেও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবি হয়েছে সাদা পোশাকে। সেই বাংলাদেশের কি এমন পরিবর্তন হলো যে, কঠিন কন্ডিশনে গিয়ে তারা একেবারেই বদল গিয়েছে।
বিস্তারিত আসছে...
মাউন্ড মঙ্গানুয়েতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের চেয়ে ১৭ রানে এগিয়ে নিউজিল্যান্ড। দিন শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান (দ্বিতীয় ইনিংস)।
সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) : ৩২৮/১০ (১০৮.১ ওভার; উইল ইয়ং ৫২, ডেভন কনওয়ে ১২২, রস টেইলর ৩১, হেনরি নিকোলস ৭৫, শরিফুল ইসলাম ৩/৬৯, মেহেদি হাসান মিরাজ ৩/৮৬, মুমিনুল হক ২/৬, এবাদত হোসেন ১/৭৫)।
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ৪৫৮/১০ (১৭৬.২ ওভার; মাহমুদুল হাসান জয় ৭৮, নাজমুল হোসেন শান্ত ৬৪, মুমিনুল হক ৮৮, লিটন দাস ৮৬, ইয়াসির আলী রাব্বি ২৬, মেহেদি হাসান মিরাজ ৪৮, নেইল ওয়াগনার ৩/১০১, ট্রেন্ট বোল্ট ৪/৮৫, টিম সাউদি ২/১১৪, কাইল জেমিসন ১/৭৮)।
হাসিব মোহাম্মদ