আর্কাইভ থেকে শিল্প-সাহিত্য

মারা গেছেন গুলতেকিনের স্বামী আফতাব আহমদ

মারা গেছেন গুলতেকিনের স্বামী আফতাব আহমদ
লেখক, কবি,সংবাদ পাঠক ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ মারা গেছেন। সোমবার (৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকার বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আফতাব আহমদ হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। আফতাব আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু কবি ফরিদ কবির। তিনি জানান, আফতাব আহমদের কয়েকবার স্ট্রোক হয়েছে। বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ আজ ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় তিনি মারা যান। আফতাব আহমদ সাবেক অতিরিক্ত সচিব, কবি, কলামিস্ট, অনুবাদক ও সংবাদ পাঠক ছিলেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়ও কাজ করেছে। কলাম ও লেখক হিসেবে তার বেশ খ্যাতি ছিল। কবি ও লেখক আফতাব আহমদ ২০১৯ সালে কবি গুলতেকিন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তাদের দ্বিতীয় বিয়ে। গুলতেকিনের প্রথম স্বামী হুমায়ুন আহমেদ আর আফতাবের প্রথম স্ত্রী ব্যারিস্টার সুনিয়া খানের সঙ্গে ১০ বছর আগে বিচ্ছেদ হয়। একমাত্র সন্তান নিয়ে সুনিয়া লন্ডনে আছেন। আফতাব আহমদ বাংলা চলিচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। আফতাবের কবিতার বইগুলো হচ্ছে ‘তুমি নও কখনো আঁধারে’ (১৯৯১), ‘যা কিছু স্বর্গীয় ছিল’ (২০১৬), 'Measuring Dawn' (2022). এ ছাড়া গুলতেকিন খানের সঙ্গে যৌথভাবে তিনি ‘মধুরেণ’ (২০১৭) নামে একটি কাব্যনাট্যও লিখেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন মারা | গেছেন | গুলতেকিনের | স্বামী | আফতাব | আহমদ