করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। করোনা তাণ্ডভে স্বস্তিতে নেই মানুষ। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ৩২ কোটি ছাড়িয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে সাত হাজার ২৯৯ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে ১১ লাখ ৪৭ হাজার ৯৪৩ জন। এর আগের দিনও আক্রান্ত ছিল ৩২ লাখ ৮৫ হাজার। মৃত্যু ছিল ৮ হাজার ৫৪৩ জন।
বিশ্বজুড়ে আজ শুক্রবার (১৪ জানুয়ারি,২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৮ লাখ ৮৫ হাজার ৯৩৩ জন। মারা গেছেন ৫৫ লাখ ৩৮ হাজার ৭৭১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ কোটি ৪০ লাখ ১৮ হাজার ১১৫ জন।
গেলো ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পর রয়েছে ফ্রান্স, ভারত, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য।