বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় ৩১ লাখেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে ১৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছে করোনায়।
গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৬০ জন।
জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬০ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩৩ জনের মধ্যে আনোয়ারায় ৫, পটিয়াতে ৫, রাঙ্গুনিয়ায় ৩, রাউজানে ৮, হাটহাজারীতে ১১ ও মিরসরাই উপজেলার একজন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে।