আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশের সামনে দাঁড়াতে পাড়ছে না আফগানিস্তান

বাংলাদেশের সামনে দাঁড়াতে পাড়ছে না আফগানিস্তান
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখানো আফগানিস্তান শেষ ম্যাচে দাঁড়াতে পারছে না।  শুরু থেকেই নিয়মিত হারাচ্ছে উইকেট। মাত্র ৬৮ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা। মঙ্গলবার (১১ জুলাই) সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের মাত্র ৩ রানের মাথায় আফগান শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। ৬ রান করা ইব্রাহীম জাদরানকে ফেরানোর পর ওই ওভারেই খালি হাতে রহমত শাহকে ফিরিয়ে দেন শরিফুল। এরপর দলীয় ১৪ রানের মাথায় ওপেনার গুরবাজকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। টিকতে পারেননি মোহাম্মদ নবী। দলীয় স্কোরে ১ রান যুক্ত হতেই তিনিও শিকার হন শরিফুলের। শরিফুল-তাসকিনের পর আফগান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। নাজিবুল্লা জাদরানকে ১০ রানেই ফিরিয়ে দেন সাকিব। এরপর হাসমতউল্লাহকে ফেরান তাইজুল ইসলাম। আউট হওয়ার আগে আফগান অধিনায়ক করেন ২২ রান। আফগানদের দলীয় ৬৮ রানের মাথায় আবার আঘাত হানেন শরিফুল। এবার তাঁর শিকার আব্দুল রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | সামনে | দাঁড়াতে | পাড়ছে | আফগানিস্তান