আর্কাইভ থেকে দেশজুড়ে

বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব, নিহত ২

বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব, নিহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের দায়ের কোপে দুই ভাই-বোন খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহতরা হলেন, মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও নাদিরা আক্তার (২৩)। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু। তিনি জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে গেলো বুধবার শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে পরিকল্পিত ভাবে ঘুম থেকে ডেকে তুলে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত নাদিরা (২৩), সালমান (২২), খাদিজা আক্তার (৫৮), শামসুদ্দিনকে (৬২) স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিরোধপূর্ণ | জমিতে | গাছ | লাগানো | নিয়ে | দ্বন্দ্ব | নিহত | ২