আর্কাইভ থেকে আওয়ামী লীগ

অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন চেয়েছে মার্কিন প্রতিনিধিদল : স্বরাষ্ট্রমন্ত্রী

অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন চেয়েছে মার্কিন প্রতিনিধিদল : স্বরাষ্ট্রমন্ত্রী
সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত একটি নির্বাচন চেয়েছেমার্কিন প্রতিনিধিদল। আমরা বলছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৈরি আছে, তোমাদের ট্রেনিং নিয়ে তারা উজ্জীবিত আছে। ইতোমধ্যে অনেকগুলো নির্বাচন হয়ে গেছে, সেগুলো অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে, সেরকম জাতীয় নির্বাচনটাও শান্তিপূর্ণ হবে, আমরা সেটিই আশা করছি। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে তারা সেভাবেই কাজ করবে। মন্ত্রী বলেন, তারা কারও প্রতি বিরাগভাজন হয়ে এখানে আসেননি। তারা স্পষ্ট জানিয়েছেন এখানে তারা কোনো রাজনৈতিক দলকে উৎসাহিত করতে আসেননি। তারা কোনো দলকে সমর্থন করেন না। তারা এসেছেন এখানে যাতে একটি ফেয়ার ফ্রি এবং ভায়োলেন্স ফ্রি নির্বাচন হয় এ বিষয় নিয়ে আলোচনা করতে, এর বাইরে কিছু নয়। তারা যে ভিসা রেস্ট্রিকশন দিয়েছেন, সেটা সবার জন্য সেটা কোনো দলকে উদ্দেশ্য করে দেয়নি। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে তাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা কত তাড়াতাড়ি সমাধান করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছ। এ জনগোষ্ঠীর সুবিধা নিয়ে মানবপাচারকারীরা এদের নিয়ে যে একপ্রকার খেলা করছে তা যেন করতে না পারে সেটা নিয়ে তারা উদ্বেগ জানিয়েছেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের দেশে আমেরিকান হাই পাওয়ার একটা টিম এসেছে (উজরা জেয়া, ডোনাল্ড লু এবং মার্কিন রাষ্ট্রদূতসহ আরও কয়েকজন)।  আমাদের এখানে আসার আগে তারা আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা সেসব বিষয় আমাদের জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অবাধ | ও | সহিংসতামুক্ত | নির্বাচন | চেয়েছে | মার্কিন | প্রতিনিধিদল | | স্বরাষ্ট্রমন্ত্রী