আর্কাইভ থেকে বলিউড

নায়িকা থেকে পরিচালনায় এসেছেন যে ভারতীয় অভিনেত্রীরা

নায়িকা থেকে পরিচালনায় এসেছেন যে ভারতীয় অভিনেত্রীরা
দু’চোখে তারকা হওয়ার স্বপ্ন নিয়ে অনেকেই আসেন বলিউডের মাটিতে ক্যারিয়ার গড়তে। দীর্ঘ লড়াইয়ের পর নায়িকা হিসেবে ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার পর আসতে আসতে তারা পরিচালনায় আসেন। আবার অনেকের মনে ছোট থেকেই ইচ্ছে থাকে পরিচালক হওয়ার। তাদের মধ্যে অনেকেই নায়িকা হিসেবে বি-টাউনে প্রতিষ্ঠা পাওয়ার পর অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজে মন দিয়েছেন। এমন উদাহরণ বলিউডের অনেক রয়েছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিচালনায় এসেছেন যে নায়িকারা, তাদের মধ্যে অন্যতম নন্দিতা দাস। নন্দিতা দাস ২০০৮ সালে ফিচার ফিল্ম ‘ফিরাক’ -এ কাজ করে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এই ছবিটির প্রিমিয়ার হয়েছিল টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। এই ছবি ৫০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে ভ্রমণ করে এবং ২০টিরও বেশি পুরস্কার জিতেছে। পরিচালক হিসেবে নন্দিতা দাসের দ্বিতীয় ছবি ‘মান্টো’। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি বিংশ শতাব্দীর ভারত-পাকিস্তান ছোটগল্প লেখকের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হয়েছিল। এরপর নন্দিতা দাস ‘ফায়ার’ এবং 'জুইগাটো'-র মতো ছবি পরিচালনা করেছেন। 'জুইগাটো' চলতি বছর অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে। সাধারণ ডেলিভারি বয়ের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। ওয়েক আপ সিড’, ‘আজা নাচলে’-র মতো জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন কঙ্কনা সেন শর্মা। কঙ্কনা ২০১৬ সালে ‘এ ডেথ ইন দ্য গুঞ্জ’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। কঙ্কনা সেন শর্মা পরিচালিত ‘লাস্ট স্টোরিজ 2’ নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। পূজা ভাট ‘সড়ক’, ‘চাহাত’ এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করে এক সময় দর্শকদের মন জয় করেছিলেন। পরবর্তী সময় ২০০৩ সালে ‘পাপ’ ছবিতে অভিনয় করে পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন। পরবর্তী সময় ‘জিসম 2’-র মতো ছবি পরিচালনা করে দর্শকদের উপহার দিয়েছেন পূজা। বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী এক সময় ‘শোলে’ -র মতো জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এরপর হেমা মালিনী ১৯৯২ সালের ছবি ‘দিল আশনা হ্যায়’ প্রযোজনা ও পরিচালনা করেন। এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন দিব্যা ভারতী এবং শাহরুখ খান । এরপর হেমা মালিনী মোহিনী, টেল মি-র মতো ছবি পরিচালনা করেন। অপর্ণা সেনও ‘দ্য রেপিস্ট’, ‘দ্য জাপানিজ ওয়াইফ’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ এর মতো ছবি পরিচালনা করেছেন। এই তালিকায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের নামও। তিনি মণিকর্ণিকা-র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনা পরিচালিত ছবি ‘এমার্জেন্সি’।

এ সম্পর্কিত আরও পড়ুন নায়িকা | পরিচালনায় | এসেছেন | ভারতীয় | অভিনেত্রীরা