আর্কাইভ থেকে বাংলাদেশ

রিয়াল মাদ্রিদের মৌসুমের প্রথম শিরোপা জয়

রিয়াল মাদ্রিদের মৌসুমের প্রথম শিরোপা জয়

স্প্যানিশ সুপার কাপে শিরোপার একডজন পূরণ করলো রিয়াল মাদ্রিদ। ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে তারা। 

সৌদি কিং ফাহাদ স্টেডিয়ামে, রোববার (১৬ জানুয়ারি) রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের দিক থেকে এগিয়ে ছিলো রিয়াল মাদ্রিদ। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। 

শিরোপা জয়ের লড়াইয়ে রিয়ালের সঙ্গে প্রায় সমান তালে লড়েছে বিলবাও। কিন্তু ১৪টি শট করেও কোনো গোল করতে পারেনি তারা, লক্ষ্যে ছিল মাত্র দুইটি শট। অন্যদিকে রিয়াল চারটি শট লক্ষ্যে রেখে দুইটিতেই আদায় করে নিয়েছে গোল। 

লস ব্লাঙ্কোদের অপেক্ষা শেষ হয় ৩৮ মিনিটে। তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের গোলে লিড নেয় রিয়াল। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কারিম বেনজেমা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিলবাও। জোড়া গোলের জয় নিয়ে মৌসুমের প্রথম শিরোপার উল্লাসে মাতে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। 

সুপার কাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ছিল বিলবাও। এবার তাদেরকে রানার্সআপ বানিয়ে ১২তম সুপার কাপ শিরোপা জিতলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ শিরোপা জয়ের রেকর্ড রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াল | মাদ্রিদের | মৌসুমের | প্রথম | শিরোপা | জয়