আর্কাইভ থেকে ভর্তি -পরীক্ষা

বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ

বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ
এসএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার গেলো বছরের চেয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ কমেছে। এবার বিদেশের আটটি কেন্দ্রে পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৫ দশমিক ৮৭ শতাংশ। শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এ বছর বিদেশে ৩৭৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থী ৩২০ জন এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থী ৫৫ জন। এদের মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ২টি। মোট কেন্দ্র ৮টি। বিদেশের আটটি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশ স্কুল, রিয়াদের বাংলাদেশ এ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ ও কারিগরি বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন বিদেশের | ৮ | কেন্দ্রে | পাসের | হার | ৮৫ | দশমিক | ৩৩ | শতাংশ