আর্কাইভ থেকে ফুটবল

‘প্রস্তুতি’ ম্যাচ খেলতে ৩ দেশের সঙ্গে আলোচনায় বাফুফে

‘প্রস্তুতি’ ম্যাচ খেলতে ৩ দেশের সঙ্গে আলোচনায় বাফুফে
অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে সেপ্টবম্বরের ফিফা উইন্ডোতে আফগানিস্তান, মিয়ানমার ও নেপালের বিপক্ষে ‘প্রস্তুতি’ ম্যাচ খেলতে আলোচনা করছে বাংলাদেশ। ইতোমধ্যে দেশগুলোর সাথে ম্যাচ খেলতে জোরাল উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারশন বাফুফেতে বৈঠক শেষে কাজী নাবিল বলেন, 'সেপ্টেম্বর উইন্ডোতে আমরা প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত করার পথে। আফগানিস্তান, মিয়ানমার ও নেপালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’ বাফুফের পরিকল্পনা ৪-১২ সেপ্টেম্বর এই উইন্ডোতে দু’টি হোম ম্যাচ খেলার। তবে ভিন্ন প্রস্তাবও রয়েছে বলে জানিয়েছ বাফুফে সহ সভাপতি, 'আমাদের চেষ্টা রয়েছে ম্যাচগুলো হোমেই খেলার কিন্তু যাদের সঙ্গে আলোচনা চলছে তারাও আমাদের খেলতে যাওয়ার আমন্ত্রণ দিয়েছে। কয়েকদিনের মধ্যেই এগুলো চূড়ান্ত হবে।’ সেপ্টেম্বর উইন্ডোতে দু’টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেই দু’টি ম্যাচ একই দলের বিপক্ষে না ভিন্ন দুই দলের বিপক্ষে এ বিষয়ে নাবিল বলেন, 'আমরা দুই দলের বিপক্ষে দু’টি আবার এক দলের বিপক্ষেও দু’টি ম্যাচ খেলতে পারি’,    

এ সম্পর্কিত আরও পড়ুন প্রস্তুতি | ম্যাচ | খেলতে | ৩ | দেশের | সঙ্গে | আলোচনায় | বাফুফে