বিএনপি মানেই জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা। বিএনপি খুনি-সন্ত্রাসীর দল। আকাশে মেঘ থাকলে যেমন বৃষ্টির সম্ভাবনা থাকে, তেমনি বিএনপির কর্মসূচি থাকলে দেশের মানুষ আতঙ্কিত হয়। আওয়ামী লীগ মানুষের জানমালের নিরাপত্তার জন্য রাজপথে আছে, আগামীতেও থাকবে। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (২৯ জুলাই) বিকেলে রংপুর সফরে এসে আরডিআরএস প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি মানেই জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা। বিএনপি অবস্থান কর্মসূচির নামে ঢাকার ছয়টি পয়েন্টে পুলিশের ওপর হামলা, পরিবহন-মোটরসাইকেল পুড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালকারীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। বিএনপি যদি নিজেদেরকে জনগণের দল হিসেবে দাবি করে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা পরীক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আগামী ২ আগস্ট রংপুরে শেখ হাসিনার মহাসমাবেশে লাখ লাখ লোক আসবে। রংপুরসহ পুরো বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। পুরো বিভাগজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই মহাসমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। সেখানে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মহানগরের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
এএম/