আর্কাইভ থেকে দেশজুড়ে

উপনির্বাচনে ২ ঘণ্টায় ভোট পড়েনি একটিও

উপনির্বাচনে ২ ঘণ্টায় ভোট পড়েনি একটিও
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথে দুই ঘণ্টায় ভোট পড়েছে ২৮টি। অন্যদিকে তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। রোববার (৩০ জুলাই) সরেজমিন থেকে এই তথ্য পাওয়া যায়। জানা গেছে, ১ ঘণ্টা ৫০ মিনিটে ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট পড়েছে ১০টি, দুই নম্বর বুথে ছয়টি, তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। এ ছাড়াও চার নম্বর বুথে সাতটি, পাঁচ নম্বর বুথে দুটি, ছয় নম্বর বুথে তিনটি করে ভোট পড়েছে। কেন্দ্রের তিন নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আনসার উল্লাহ জানান, এই কেন্দ্রটির তিন নম্বর বুথে ৩৯১ জন নারী ভোটার আছেন। কিন্তু রোববার সকাল ১০টা পর্যন্ত কোনও ভোট পড়েনি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলক কুমার বড়ুয়া জানান, রোববার সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। প্রসঙ্গত, গেলো ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন উপনির্বাচনে | ২ | ঘণ্টায় | ভোট | পড়েনি | একটিও