আর্কাইভ থেকে ফুটবল

‘ঝড় আসবে না এ রকম ওয়াদা কেউ করতে পারে না’

‘ঝড় আসবে না এ রকম ওয়াদা কেউ করতে পারে না’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই সাথে মোট ৫১ পাতার রিপোর্ট দিয়েছিল সংস্থাটি। সেই রিপোর্টের ভিত্তিতে অধিকতর তদন্তের জন্য বাফুফে একটি তদন্ত কমিটি গঠন করে। আজ রোববার (৩০ জুলাই) ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন বাফুফের নির্বাহী সভা ডেকে সেই প্রতিবেদন সবাইকে দেখাবেন। তারপর সবার মতামতে ভিত্তিতে সিদ্ধান্ত জানাবেন। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কর্মকাণ্ডের জন্য বিব্রত বাফুফে। ফেডারেশনের ভবিষ্যত কর্মকাণ্ডে এর পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে প্রশ্নের উত্তরে সালাউদ্দিন জানান, 'চেষ্টা করব যেন ভবিষ্যতে এ রকম না হয়। ঝড় আসবে না এ রকম ওয়াদা কেউ করতে পারে না।'

এ সম্পর্কিত আরও পড়ুন ঝড় | আসবে | এ | রকম | ওয়াদা | কেউ | করতে | পারে