আর্কাইভ থেকে বিএনপি

বিচার বিভাগকে ব্যবহার করে সরকার হয়রানি করছে : মির্জা ফখরুল

বিচার বিভাগকে ব্যবহার করে সরকার হয়রানি করছে : মির্জা ফখরুল
বিচার বিভাগকে ব্যবহার করে সরকার নির্যাতন নিপীড়ন ও হয়রানি করছে। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেয়া হয়েছে। কিন্তু এই রায় দিয়ে চলমান আন্দোলনকে স্তব্ধ করে দেয়া যাবে না। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। বিএনপির মহাসচিব বলেন, আমাদের অস্তিত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক সেই সময় এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এই রায় দেয়া হয়েছে। তবে এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না। সংবাদ সম্মেলনে দুদকের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে শুক্রবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, এই বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি বলেন, এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামালা ছিল। এই আদালতকে ব্যবহার করে সব মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ বিএনপি নেতাদের ২৫ বছর আগের মামলায় ফাঁসির আদেশ দেয়া হয়েছে।’  

এ সম্পর্কিত আরও পড়ুন বিচার | বিভাগকে | ব্যবহার | করে | সরকার | হয়রানি | করছে | | মির্জা | ফখরুল