কাল গুরুত্বপূর্ণ সময়ে বক্সের ঠিক বাইরে ডান পাশে ফ্রি–কিকটি পায় মায়ামি। ২০ গজ দূরের থেকে মেসির নেওয়া ফ্রি–কিকের দিক বুঝতে পেরে বল লক্ষ্য করে ঠিক দিকেই ঝাঁপিয়ে পড়েছিলেন ডালাস গোলরক্ষক মার্টেন পায়েস। কিন্তু মেসির নিশানা এতটাই নিখুঁত ছিল যে বল পর্যন্ত পৌঁছাতেই পারেননি পায়েস।THE INCREDIBLE HULK FROM DISTANCE. 🚀 pic.twitter.com/X0nfqVjiV0
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) August 6, 2023
এবার হাল্কের গোলটি বিশ্লেষণ করা যাক। ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে খেলার শুরুতেই ৪০ গজ দূরে ফ্রি–কিক পায় মিনেইরো। হাল্ক যান সেই ফ্রি–কিকটি নিতে। কিছুটা দৌড়ে এসে হাল্কের নেওয়া বাঁ পায়ের ফ্রি–কিকটিতে বল বাঁ পাশের ওপরের অংশ ঘেঁষে জড়ায় জালে। মেসির গোলের মতো এই গোলটিতেও আগে থেকে বলের দিক বুঝতে পেরেছিলেন সাও পাওলো গোলরক্ষক রাফায়েল। কিন্তু ৩৭ বছর বয়সী হাল্কের নিখুঁত নিশানা ও গতির কাছে হার মানতে হয় সাও পাওলো গোলরক্ষককে।OTRO GOLAZO DE NUESTRO CAPITÁN 🫡 🫡🫡#DALvMIA | 4-4 pic.twitter.com/aOhBw7LJGZ
— Inter Miami CF (@InterMiamiCF) August 7, 2023