আর্কাইভ থেকে বাংলাদেশ

সাকিবের ঝড়ো ইনিংসেও মাঝারি সংগ্রহ বরিশালের

সাকিবের ঝড়ো ইনিংসেও মাঝারি সংগ্রহ বরিশালের

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, খুলনা  টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়া বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন দুই ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল আর ডোয়াইন ব্র্যাভো। ওপেনিংয়ে নামা ব্র্যাভো দুই বাউন্ডারি মেরে অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার আউটের পর দ্রুত তিন উইকেট হারিয়ে পথ হারায় ফরচুন বরিশাল।  সেই অবস্থা কাটিয়ে ওঠে সাকিব-শান্তর ব্যাটে। এই দুজন আউট হতে ফের পথ হারায় বরিশালের ইনিংস।

২৪ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক সাকিব আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বরিশাল। ব্যাট হাতে ঝড় তোলেন বিশ্বসেরা অল-রাউন্ডার।  শান্তর রান শুরুতে বলের চেয়ে কম ছিল, এরপর ধীরে ধীরে তিনি উল্টোদিকে বাড়াতে শুরু করেন। দুজনের জুটি দারুণ জমে যায়।

এমন সময় আক্রমণে আসেন কামরুল ইসলাম রাব্বি। তার বলে ইয়াসির আলীর তালুবন্দি হয়ে ফিরেন ২৭ বলে ২ চার ৩ ছক্কায় ৪১ রান করা সাকিব। অবসান হয় ৫৯ বলে ৭৯ রানের চতুর্থ উইকেট জুটির। 

মেহেদি হাসানের করা প্রথম ওভারে মাত্র ১ রান নিতে পেরেছন গেইল। পরের ওভারে খালেদ আহমেদকে পরপর দুই বাউন্ডারি মেরে মুশফিকের দারুণ ক্যাচে পরিণত হন ব্র্যাভো (৯)। ইনিংসের চতুর্থ ওভারে এসে এই পেসার তুলে নেন আরেক মহাতারকা ক্রিস গেইলকে। খালেদের গুড লেন্থের বলটি ডিফেন্ড করতে গিয়ে বোল্ড হয়ে যান ৯ বলে ১ বাউন্ডারিতে ৪ রান করা ক্যারিবিয়ান দানব। এর তৌহিদ হৃদয়ও রান-আউট হয়ে যান।

লঙ্কান অল-রাউন্ডারের বলে ইয়াসিরের তালুবন্দি হয়ে থামে শান্তর ৪০ বলে ৩ চার ২ ছক্কায় ৪৫ রানের ইনিংস। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বরিশাল। তারা অল-আউট হয় ১৪৫ রানে। নুরুল হাসান (৯ বলে ১০) আর মুজিব উর রহমান (৬ বলে ১২) ছাড়া কেউ দুই অংক ছুঁতে পারেননি। 

৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট নেন খালেদ। ২টি করে নেন ফরহাদ রেজা এবং বার্থডে বয় কামরুল ইসলাম রাব্বি। ১৮ ওভার ৫ বলে ১৪৫ রানে অল-আউট হয়ে যায় ফরচুন বরিশাল। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবের | ঝড়ো | ইনিংসেও | মাঝারি | সংগ্রহ | বরিশালের