বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে আফগানিস্তান স্পিনার মুজিব উর রহমানকে অন্তর্ভূক্ত করে টস জিতে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশের জায়গা করে পেয়েছেন আফগানিস্তান স্পিনার মুজিব -উর-রহমান।
ফরচুন বরিশাল একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
নাঈম ইসলাম (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
হাসিব মোহাম্মদ