আর্কাইভ থেকে বাংলাদেশ

ওমিক্রনের পর আরেকটি ভ্যারিয়েন্ট আসতে পারে : ড. বিজন কুমার শীল

ওমিক্রনের পর আরেকটি ভ্যারিয়েন্ট আসতে পারে : ড. বিজন কুমার শীল

করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রন বিদায় নিলেও নতুন করে আরেকটি ভ্যারিয়েন্ট আসতে পারে। নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবেই। তবে সেটি আর ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারবে না। বললেন বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।

সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।

ড. বিজন কুমার শীল আরও বলেন, নতুন ভ্যারিয়েন্ট এলেও সেটি ভয়ের কারণ হবে না। ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টিকারী কোষ একটি নয় চারটি একসঙ্গে কাজ করে। সুতরাং ভ্যারিয়েন্ট যেটি আসুক সেটি কিন্তু ব্যাপক বিস্তার লাভ করতে পারবে না। কারণ আমাদের দেহে পর্যাপ্ত এন্টিবডি আছে।

ড. বিজন কুমার বলেন, ওমিক্রনের মধ্যেও আমরা দেখেছি তিনটি উপ-ধরন তৈরি হয়েছে। এই তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে প্রথম এবং দ্বিতীয়টি একটু কাছাকাছি ছিল। বিএ.১ এর চেয়ে বিএ.২ বেশি সংক্রমণ ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের একটি মূল এরিয়া হলো শ্বাসতন্ত্রের উপরিভাগ, আর উপরিভাগে এসি-২ রিসেপ্টরের পরিমাণ খুবই কম। তারপরও কিন্তু ওমিক্রন বেড়েছে। এখন যদি নতুন ভ্যারিয়েন্ট এসে আরেকটি নতুন রিসেপ্টর বাইন্ডিং তৈরি করে, তাহলে সেটি আমাদের জন্য সমস্যা তৈরি হতে পারে।

তিনি বলেন, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের অ্যান্টিবডিকে শতভাগ নিষ্ক্রিয় করতে পারেনি। এর কারণ হচ্ছে- যে সমস্ত অ্যান্টিবডি ডেল্টা ভ্যারিয়েন্ট তৈরি করেছিল, ওই অ্যান্টিবডির বিপরীতেই ওমিক্রনের অ্যান্টিবডি তৈরি হয়েছে। সুতরাং নতুন ভ্যারিয়েন্ট হবেই। কোথায় হবে সেটি বলা না গেলেও এটি নিশ্চিত যে ওমিক্রনের পরও আরেকটি ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাবো।

এ সম্পর্কিত আরও পড়ুন ওমিক্রনের | আরেকটি | ভ্যারিয়েন্ট | আসতে | পারে | | ড | বিজন | কুমার | শীল